ঢাকা, সোমবার, ২৯শে মে ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে দাম বেশী পাওয়ায় তুলাচাষে আগ্রহ বেড়েছে।

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে দাম বেশী পাওয়ায় তুলাচাষে আগ্রহ বেড়েছে। উৎপাদন খরচ ও ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকরা তুলাচাষের দিকে ঝুকেছে।এবছর তুলাচাষে লাভের আশা করছে কৃষকরা। গাংনী উপজেলার তুলা চাষীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গাংনী উপজেলার৯ইিউনিয়নের,ধানখোলা,বেতবাড়ীয়া,কাজীপুর,বামন্দী,হাড়িয়াদহ,গাড়াডোব,মটমুড়া,তেঁতুলবাড়ীয়া ইউনিটের বিভিন্ন গ্রামের কৃষকদের নিয়ে আইপিএম প্রশিক্ষণ দেয়া হয়েছে।এছাড়াও উপজেলার কমবেশী সব গ্রামেই তুলা চাষ হয়েছে।
অন্যান্য ফসলের তুলনায় তুলাচাষ লাভজনক বলে পরামর্শ দেয়া হয়েছে।সরকারীভাবে মূল্য বৃদ্ধি করায় চাষীরা তুলা চায়ের দিকে ঝুঁকে পড়েছে।উৎপাদন খরচ বাদে কৃষকরা লাভের মুখ দেখছে।
তুলাচাষে চাষীদের উদ্বুদ্ধ করতে প্রাইমার্ক- কটন কানেক্ট এর ফিল্ড এক্সিকিউটিভ মঈনুল ইসলাম কাজল জানান, এবছর,গাঁড়াডোব,আযান,ধানখোলা,মহিষাখোলা,ঝোরপাড়া,বাথানপাড়া,জালসুকা,বামন্দী,মটমুড়া,চর গোয়ালগ্রাম,রাজাপুর,তেঁতুলবাড়ীয়া,বেতবাড়ীয়া ও ব্রজপুর,ভবানীপুর, রামনগর ,কাজীপুরে তুলনামূলকভাবে তুলা চাষ বেশী হয়েছে। তুলা অফিস সূত্রে জানা গেছে, এবছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।আবহাওয়া অনুকুলে থাকায় গত বছরের তুলনায় এবার তুলার ফলন আশানুরুপ হতে পারে।এখন পর্যন্ত তুলা ক্ষেতের অবস্থা ভাল।ইতোমধ্যেই আঁশ তুলা জমি থেকে তোলা শুরু হয়েছে এবং গত ১৯ ডিসেম্বর থেকে পারসেজ শুরু হয়েছে।
তুলা উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া অঞ্চলের প্রধান তূলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষ-জানান,গত বছরে মন প্রতি তুলার দাম ছিল ৩ হাজার ২-৩ শ’টাকা,এবছর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮ শ’ টাকা (গ্রেড-১) এবং থেকে ৩ হাজার ৬ শ’টাকা(গ্রেড-২)। আগামীতে ভালমানের মূলা ৪ হাজার টাকা মন প্রতি হতে পারে।
এবার উপজেলায় তুলা আঁশের সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৩ শ’মে. টন। তুলা চাষের লক্ষ্যমাত্রা অনুযায়ী চাষ করা হয়েছে ২হাজার ১ শ’ হেক্টর জমি। গত বছর লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৯ শ’ ৮০ হেক্টর জমিতে।তুলনামূলকভাবে আবাদ বেড়েছে । এবছর ৪ হাজার ৮ শ’ ১ জন চাষী তুলা চাষ করেছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ করা হয়েছে।সম্প্রতি কটঁন বোর্ডের যশোর অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ কামরুল হাসান গাংনী উপজেলার তুলা ক্ষেত পরিদর্শন করেছেন।এবং তুলা চাষীদের উদ্বুদ্ধকরণে চাষি সম্মেলন করেছেন।
গাংনী তুলা ই্উনিট অফিসার রাকিবুল ইসলাম সরকার জানান, এবছর চাষীদের মাঝে উচ্চ ফলনশীল হোয়াইট গোন্ড-১,২ সুপ্রীম রূপালী-১, লালতীর-ডিএম-৪,ইস্পাহানী শুভ্র-৩ (হাইব্রিড) ও সিবি-১৪ (নিজস্ব) জাতের বীজ প্রদান করা হয়েছে।চাষীদের ধারনা হচ্ছে, এবার আবহাওয়া অনুকুলে থাকায় বিঘাপ্রতি ১৬ থেকে ২২ মন হারে তুলা উৎপাদন হতে পারে।চাষীদের দাবী, তুলার মূল্য মনপ্রতি ৪ হাজার টাকা করা হলে চাষীরা তাদের উৎপাদন খরচ বাদে লাভবান হবে।এরকম বাজার দর নির্ধারণ করা হলে আগামীতে কৃষকরা তুলা চাষের প্রতি তাদের আগ্রহ বাড়াবে।
সরেজমিনে গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের সফল তুলা চাষী বজলু (চাষ করেছে ৬ বিঘা জমি)ও হারান মোল্লা (চাষ করেছে ৮ বিঘা জমি)ও চরগোয়ালগ্রাম গ্রামের তুলা চাষী আসাদুজ্জামান জানান,গত বছর আমি ১ বিঘা জমিতে তুলা চাষ করেছিলাম এবছর ২ বিঘা জমিতে চাষ করেছি। জমি প্রস্তুত,সার,সেচ,কীটনাশক পরিচর্যাসহ উৎপাদন খরচ বাদ দিয়ে ভাল লাভ হয়েছিল।এবছর তিনি ২বিঘা জমিতে তুলা চাষ করেছেন।
তারা আরও বলেন,আমার চাষ দেখে আমাদের গ্রামের খায়রুল ইসলাম ও শরীয়ত আলী নতুন করে তুলা চাষ শুরু করেছেন।বেতবাড়ীয়া গ্রামের তুলা চাষী আজিজুল ইসলাম,রফিকুল আলম,মনিরুল ইসলাম ও শফিউল ইসলাম একই কথা জানালেন।
গাংনী চরগোয়ালগ্রাম গ্রামের একজন সফল চাষী সামছুল ইসলাম জানান,এর আগে তুলা চাষ করে জমি প্রস্তুত,সার,সেচ,কীটনাশক,পরিচর্যাসহ উৎপাদন খরচ বাদ দিলে চাষীদের কিছুই থাকতো না।গত বছর তুলার বাম বৃদ্ধি পাওয়ায় করচ বাদ দিয়ে কিছুটা লাভ হয়েছিল।তাই এবছর তিনি ৪বিঘা জমিতে তুলা চাষ করেছেন আবহাওয়া অনুকুলে থাকলে গত বছরের তুলনায় এবার তুলার ফলন আশানুরুপ হবে।এখন পর্যন্ত তুলা ক্ষেতের অবস্থা ভাল।একই কথা জানালেন, ব্রজপুরের মনিরুল ইসলাম,রামনগর গ্রামের তুলা চাষী শাহাজান আলী।
তুলা চাষীরা আরও বলেন,সময় মত উন্নত যাতের তুলা বীজ পাওয়া গেলে,ও সরকারীভাবে ন্যায্য মূল্য পেলে আগামীতে তুলা চাষে আরো আগ্রহ বাড়াবে।সরকার প্রতিবছর বিদেশ থেকে কোটি কোটি টাকার তুলা আমদামী করছে।কিন্তু আমাদের দেশে তুলার ন্যায্য মূল্য না দেয়ার কারণে দেশের চাহিদা মেটানোর মত কোন আবাদ হচ্ছে না।
বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক এবং বর্গা চাষীদের সহজ শর্তে ঋণ বা আর্থিক সুবিধা না দিলে তুলা চাষ বাড়বে না।সরকারী ভাবে সহযোগীতা পেলে তুলা চাষ করে আরো লাভবান হবে চাষীরা।তুলা চাষে চাষীদের আগ্রহী করতে পারলে দেশের চাহিদা অনেকাংশে পূরণ হবে।
গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন জানান,তুলা চাষিদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।এবছর আবহাওয়া অনুকুলে থাকায় গত বছরের তুলনায় এবার তুলার ফলন আশানুরুপ হবে।অর্থকরী ফসল হিসেবে চাষীরা অন্যান্য আবাদের পাশাপাশি চুলা চাষে আগ্রহ দেখাচ্ছে।

You must be Logged in to post comment.

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন।     |     সুন্দরগঞ্জে সীল সম্বলতি ১’শ ব্যালট উদ্ধার     |     গাংনীতে ভূমি সেবা সপ্তাহের সমাপনী উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত     |     লালমনিরহাটে হোটেলের খাবার খেয়ে অসুস্থ ২০     |     আওয়ামী লীগ নেতার মিল চাতাল দখলের অভিযোগ     |     রূপসায় আলাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক — শিক্ষার্থী ভুগছে  নিরাপত্তা হীনতায়    কর্তৃপক্ষের  হস্তক্ষেপ কামনা এলাকাবাসির     |     টাঙ্গাইলে মাছের দোকান ভাগাভাগি নিয়ে খুন হন ব্যবসায়ী বাপ্পী     |     টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপিত     |     বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক অনুষ্ঠান উপলক্ষে পঞ্চগড়ে রক্তদান ও চিকিৎসা ক্যাম্প     |     ঝিকরগাছায় ম্যানেজ প্রক্রিয়ায় প্রধান শিক্ষক হয়েছেন আনারুল ইসলাম     |