গাংনীতে নবাগত ইউএনও’র সাথে ইটভাটা মালিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে গাংনী ইটভাটা মালিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ইটভাটা মালিকদেও সাথে মতবিনিময় সভা করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা প্রথমে নিজের পরিচিতি তুলে ধরেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী, এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, ইটভাটা মালিক হাজী মহসিন আলী, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ইউএনও বলেন, আপনারা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়ে ইটভাটা চালাবেন। আবাসিক এলাকা বা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে কেউ ইটভাটা নির্মাণ করবেন না। বৃক্ষনিধন করে জ্বালানী হিসাবে খড়ি ব্যবহার বন্ধ করতে হবে। সর্বোপরি ইটভাটায় ব্যবহৃত মাটি সরবরাহ করতে যেন রাস্তায় মাটি বা কাদা না পড়ে। মাটি পড়ে যানবাহন ও পথচারী চলাচলে বিঘœ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে। এবং ইটের গুনগত মান এবং সঠিক পরিমাপ যেন বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখবেন।