গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৫ হিজরী উপলক্ষে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন ও গাংনী ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে উপজেলা মডেল মসজিদে বাদ জোহর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১২ রবিউল আওয়াল ১৪৪৫ হিজরী অনুযায়ী প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) এর জীবনী তুলে ধরে আলোচনা সভার অয়োজন করা হয়।
আলোচনা সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, ইসলামিক ফাইন্ডেশনের প্রতিনিধি ( গাংনী ) শফিউল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম প্রমুখ্ । আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মসজিদের মুসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।