গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে পুকুরের পানিতে ডুবে জিল্লুর রহমান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছ্ ে শিশু জিল্লুর রহমান ঐ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জিল্লূ বাড়ির পাশের একটি পুকুর পাশে খেলা করছিল। অসাবধান বশতঃ সে পুকুরে পড়ে যায়। পথচারীরা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে । এসময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এনিয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।