ঢাকা, সোমবার, ২০শে মার্চ ২০২৩ ইং | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে পুকুরের পানিতে ডুবে লাম ইয়া খাতুন নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত লাম ইয়া কসবা গ্রামের লিখন হোসেনের মেয়ে।
রবিবার দুপুরে ১২ টার দিকে বাড়ির পার্শ্বে জনৈক শুকুর মীরের পুকুরে লাম ইয়ার মরদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা উদ্ধার করে ।
স্থানীয়রা জানান, লাম ইয়া তার খেলার সঙ্গীদের সাথে কসবা গ্রামের শুকুর মীরের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় লাম ইয়া পানিতে ডুবে যায়। লাম ইয়ার ডুবে যাওয়ার বিষয়টি তার সঙ্গীরা দৌড়ে পরিবারকে জানায়। এ সময় পরিবারের লোকজন ও পপ্রতিবেশীরা এসে পুকুরের পানি থেকে মরদেহ উদ্ধার করে। ততক্ষণে লাম ইয়া মারা গেছে।
এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

You must be Logged in to post comment.

মেহেরপুরের বিভিন্ন ইটভাটার মালিকদের ৫০ হাজার টাকা জরিমানা     |     মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত     |     মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২০     |     আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা     |     মেহেরপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ফজিলাতুন নেছা একাডেমিক ভবন উদ্বোধন     |     ঝিকরগাছায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান : জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা     |     ফুলবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি     |     লালমনিরহাটে মহিলা ভাইস চেয়ারম্যানের মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কারাগারে     |     হাল না ছাড়া শেরপুরের সংগ্রামী মামুন এখন মেটা’র ইঞ্জিনিয়ার     |     মেহেরপুরের শ্যামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভা     |