ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে পুকুরের পানিতে ডুবে লাম ইয়া খাতুন নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত লাম ইয়া কসবা গ্রামের লিখন হোসেনের মেয়ে।
রবিবার দুপুরে ১২ টার দিকে বাড়ির পার্শ্বে জনৈক শুকুর মীরের পুকুরে লাম ইয়ার মরদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা উদ্ধার করে ।
স্থানীয়রা জানান, লাম ইয়া তার খেলার সঙ্গীদের সাথে কসবা গ্রামের শুকুর মীরের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় লাম ইয়া পানিতে ডুবে যায়। লাম ইয়ার ডুবে যাওয়ার বিষয়টি তার সঙ্গীরা দৌড়ে পরিবারকে জানায়। এ সময় পরিবারের লোকজন ও পপ্রতিবেশীরা এসে পুকুরের পানি থেকে মরদেহ উদ্ধার করে। ততক্ষণে লাম ইয়া মারা গেছে।
এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |