গাংনীতে পূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল : পুলিশ সুপারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে আনন্দের উৎসব। মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে এবং সনাতন ধর্মাবলম্বীদের উৎসাহ যোগাতে মেহেরপুর পুলিশ সুপার মো. রাফিউল আলম বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় মেহেরপুর শহরের নায়েববাড়ি মন্দির, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, হরিসভা মন্দির গাংনী উপজেলা শহরের কেন্দ্রীয় মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আব্দুল করিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ওসি অপারেশন সেলিম রেজা, ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।