গাংনীতে পৃথক আয়োজনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকাল ৫ টায় (বাদ আসর) গাংনী হাসপাতাল বাজারস্থ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে (পোষ্টঅফিসের বিপরী দিকে) )জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।আলোচনা সভার শুরুতেই বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, গাংনী উপজেলা বিএনপির সহ সভাপতি মতিয়ার রহমান মোল্লা।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপির সাবেক চেয়ারম্যান,সংগ্রামে-আন্দোলনে স্বৈরাচারী সরকার পতনের রাজপথের লড়াকু সৈনিক,বিএনপির চেয়ারম্যান পারসন বেগম খালেদা জিয়ার আস্থাভাজন নেতা আসাদুজ্জামান বাবলু। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান।
পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদকা সুলেরী আলভীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি আব্দুল্লাহ আল হাসান শাওন,উপজেলা কৃষকদলের আহŸায়ক আমিনুল বারী মোতালেব , জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান প্রমুখ।
অন্যদিকে পৃথক আয়োজনে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেন তার গাংনী বাজারস্থ কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। বিএনপি নেতা আবাদুল্লাহিল মারুফ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মাষ্টার,গাংনী উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রউফ মাষ্টার,যুবদল নেতা আব্দাল হক সহ জেলা,উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
একইভাবে জেলা বিএনপির সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এর আয়োজনে গাংনী বাজার বাস স্ট্যান্ড বিএনপির উপজেলা কার্যালয়ের সামনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক মাষ্টারের সভাপতিত্বে আালোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। আলোচনা সভায় জেলা,উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।