ঢাকা, সোমবার, ২৯শে মে ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে প্রবাসীর স্ত্রীর সাথে প্রবাস ফেরত লম্পটের অনৈতিক রঙ্গলীলা। ভাসুরের হাতে গ্যাড়াকলে। অতঃপর……

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনী উপজেলার কল্যাণপুর কালীতলাপাড়া গ্রামে প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় প্রতিবেশী প্রবাস ফেরত লম্পটের গ্যাড়াকলে পড়ার ঘটনা ঘটেছে। বে-রসিক ভাসুরের হাতে ধরা খেয়ে প্রথমতঃ গৃহবন্দী হলেও পরে লম্পটের পরিবারের লোকজন জোরপুর্বক মারধর ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষককে উদ্ধার করে নিয়ে গেছে। পরে উল্টো ধর্ষিতার পরিবারের লোকজনকে মিথ্যা অপবাদ দেয়ার অভিযোগ তুলে সামাজিকভাবে হেয় করা হচ্ছে বলে প্রতিবেশীরা জানিয়েছে।
জানা গেছে,উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেনের এক কন্যা সন্তানের জননী গৃহবধূর বসত ঘরে গত রবিবার দিনগত রাত সাড়ে ৮ টার দিকে প্রতিবেশী শরিফুল ইসলামের সিঙ্গাপুর প্রবাস ফেরত ছেলে স্বপন (এক সন্তানের জনক) অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় ভাসুরের কাছে হাতে নাতে ধরা পড়ে। এসময় ধর্ষিতার ভাসুর রাজু আহম্মেদ ওৎ পেতে থেকে অনৈতিক কার্যকলাপের শেষে কৌশলে লম্পট স্বপনকে ঘরে বন্দী করে প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশীরা জানার আগেই লম্পটের বাবা শরিফুল ইসলাম, তার মা এবং ছোট ভাই এসে রাজুকে মারধর করে এবং রাজুর পরিবারকে রাজনৈতিক প্রভাব ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বপনকে ছাড়িয়ে নিয়ে যায়। বর্তমানে লম্পট স্বপন লোকলজ্জার ভয়ে গা ঢাকা দিয়েছে।
সরেজমিনে ঘটনার বিস্তারিত জানতে গেলে মহল্লাবাসীরা জানান,প্রবাস ফেরত স্বপন একটা লম্পট প্রকৃতির ছেলে। এ ঘটনার আগেও এরকম একাধিক অপকর্ম সে করেছে। গ্রাম্য প্রভাব দেখিয়ে সে সেসব অপবাদকে ধামাচাপা দিয়ে সমাজে মাথা উঁচু করে বেড়ায়। এ সন্তানের জনক প্রবাস ফেরত লম্পট স্বপনের ঘরেও সুন্দরী স্ত্রী রয়েছে।
এব্যাপারে ধর্ষিতার শ্বাশুড়ী ৮ সন্তানের মা জানান, আমার ছোট ছেলে আলমগীর ৬ বছরকাল বিদেশে (মালয়েশিয়া )রয়েছে। আমি আমার ছোট বউমা ও নাতনিকে পাহারা দেয়ার জন্য এ বাড়িতেই থাকি। আমার বউমার স্বভাব চরিত্র ভাল না। আমাকে আড়াল করে মোবাইল ফোনে পরকীয়া প্রেমে মত্ত থাকে। এরকম বউমা আমি আর বাড়িতে রাখবো না। আমার ছেলে তার বউকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিতে বলেছে। এনিয়ে আমার ছেলে রাজু আহম্মেদ গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এদিকে ধর্ষিতা জানান, আমার সাথে তার কোন সম্পর্ক নেই । মোবাইল ফোনে সে আমাকে শারীরিক মেলামেশার কথা বলে।আমি প্রথমতঃ রাজি না হলে আমাকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখায়। রাতে আমাকে হত্যার হুমকি দেখিয়ে আমাকে নষ্ট করে। আমার ভাসুর আমাদের কে হাতে নাতে ধরেছে। এখন আমাকে ভাসুর বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি এখন কি করবো .কোথায় গিয়ে দাঁড়াবো। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এব্যাপারে গ্রামের মেম্বর জানান, ঘটনা শুনে আমি প্রবাসী আলমগীরের বাড়িতে গিয়েছিলাম। সামাজিকভাবে বসে সালিশ মিমাংসার ব্যবস্থা নিয়েও ব্যর্থ হয়েছি। আজ সোমবার ইউপি চেয়ারম্যানের নির্দেশনায় আবারও উভয়পক্ষকে নিয়ে আপোষ মিমাংসায় বসার সিদ্ধান্ত নিয়েছি।
এবিষয়টি নিয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

You must be Logged in to post comment.

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন।     |     সুন্দরগঞ্জে সীল সম্বলতি ১’শ ব্যালট উদ্ধার     |     গাংনীতে ভূমি সেবা সপ্তাহের সমাপনী উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত     |     লালমনিরহাটে হোটেলের খাবার খেয়ে অসুস্থ ২০     |     আওয়ামী লীগ নেতার মিল চাতাল দখলের অভিযোগ     |     রূপসায় আলাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক — শিক্ষার্থী ভুগছে  নিরাপত্তা হীনতায়    কর্তৃপক্ষের  হস্তক্ষেপ কামনা এলাকাবাসির     |     টাঙ্গাইলে মাছের দোকান ভাগাভাগি নিয়ে খুন হন ব্যবসায়ী বাপ্পী     |     টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপিত     |     বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক অনুষ্ঠান উপলক্ষে পঞ্চগড়ে রক্তদান ও চিকিৎসা ক্যাম্প     |     ঝিকরগাছায় ম্যানেজ প্রক্রিয়ায় প্রধান শিক্ষক হয়েছেন আনারুল ইসলাম     |