গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে সরবরাহকৃত ল্যাপটপগুলোর বেশীরভাগই নষ্ট।


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহকৃত ল্যাপটপগুলোর বেশীরভাগই নষ্ট হয়ে পড়ে রয়েছে। গাংনী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১শ’ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ তুলে দেয়া হয়।
২০১৭ সালে তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার ফারুক উদ্দীনের আয়োজনে মেহেরপুর-২(গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা মকবুল হোসেন এসব ল্যাপটপ বিতরণ করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে শিক্ষার্থীদের মধ্যে ধারনা দিতে ল্যাপটপ বিতরণ করা হয়েছিল। মাত্র ৬ বছরের মাথায় বেশীরভাগ বিদ্যালয়ে সেইসব ল্যাপটপের খোঁজ মিলছে না। বেশীরভাগ ল্যাপটপ নষ্ট হয়ে পড়ে রয়েছে বলে শিক্ষক প্রতিনিধিরা জানান।
নব সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ল্যাপটপ প্রদান করা হয়েছে। বর্তমানে উপজেলার ১৬২ টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হলেও খোঁজ নিয়ে জানা গেছে, অনেক ল্যাপটপ বিদ্যালয়ের কাজে ব্যবহার করা হচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রধান শিক্ষক জানান, অনেকেই নষ্ট হয়ে পড়ে রয়েছে বলে অফিসে রিপোর্ট করেছেন। অথচ সেই ল্যাপটপ বাড়িতে ছেলের কাছে , বা মেয়ের কাছে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। আরও জানা গেছে, উপজেলা পর্যায় থেকে সরবরাহ করার পরেও নষ্ট হওয়ার অযুহাত দেখিয়ে জেলা পর্যায় থেকে ডিসি মহোদয়ের নিকট থেকেও ল্যাপটপ পেয়েছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের উদাসীনতা ও গাফিলতি বা মনিটরিং না করার কারনে এইসব দুর্নীতি হচ্ছে।