গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী পৌর সভার ১ নং ওয়ার্ড বাঁশবাড়ীয়া গ্রামের উদ্যোগে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গাংনীর বাঁশবাীয়া ফুটবল মাঠে বাঁশবাড়ীয়া ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ সুচনা করা হয়েছে। ফাইনাল খেলায় গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে শিশিরপাড়া টাইগার ক্লাব ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে নগদ ১০ হাজার টাকা সহ ট্রফি এবং বিজীত দলকে নগদ ৬ হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হয়।
সোমবার বিকেলে বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী পৌর বাসীর অহংকার , তারুণ্যের আইকন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাহিদুজ্জামান শিপু।
এসময় মাঠে উপস্থিত ছিলেন, পৌর ১ নং বাঁশবাড়ীয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রহিদুল ইসলাম, ওয়ার্ড সেক্রেটারী ইনতাজ আলী, পৌরসভার সাবে কাউন্সিলর ও প্যানেল মেয়র সামসুদ্দীন সেখ, বাঁশবাড়ীয়া গ্রাম যুবলীগের সেক্রেটারী শাহাদুল ইসলাম,গাংনীর সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, জিয়াউল ইসলাম, ছাত্রলীগ নেতা সুমন, রিপন, সুজন প্রমুখ।
খেলা পরিচালনা করেন বাফুফে প্রশিক্ষণ প্রাপ্ত রেফারী আব্বাস আলী, সহকারী রেফারী হিসেবে সহযোগিতা করেন মনিরুল ও টুটুল ।
নানা বয়সী হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।