গাংনীতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গাংনীর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে মুক্তিসেনা স্পোটিং ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গাংনীর তরুণ সমাজের আ্ইকন,মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহিদুজ্জামান শিপু। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে ম মেহেরপুর জেলা মোটর শ্রমিকের লাইন ম্যান মনিরুজ্জামান মনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী বাজার কমিটির সেক্রেটারী রফিকুল ইসলাম,। খেলআর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আলাউদ্দীন রেন্টু ও আসলাম বেগ প্রমুখ। খেলার মাঠে প্রবীণ খেলোয়াড় আমিরুল ইসলাম অল্ডাম, মনিরুজ্জামান তোতা, সেন্টু, গনি উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে দৌলতপুর উপজেলার পার গোয়ালগ্রাম ক্লাব ফুটবল একাদশ ও গাংনী উপজেলার সীমান্ত এলাকা কাথুলী ফুটবল একাদশ।টাইব্রেকারে কাথুলী বিজয়ী হওয়ার যোগ্যতা অর্জন করেছে।
শুক্রবার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত দৌলতপুর উপজেলার পার গোয়ালগ্রাম ক্লাব ফুটবল একাদশ ও গাংনী উপজেলার সীমান্তবর্তী এলাকা কাথুলী ফুটবল একাদশের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রমথার্ধের খেলায় ১২ মিনিটের সময় কাথুলী গোল দিয়ে লিড নেয়। দ্বিতীয়ার্ধে পার গোয়ালগ্রাম ১০ মিনিটের মাথায় গোল পরিশোধ করে খেলার সমতা ফিরিয়ে আনে। নিধারিত সময়ে গোলের সমতা থ খেলা টাইব্রেকারে গড়ায়।
খেলা পরিচালনা করেন বিপ্লব , তাকে সহযোগিতা করেন মাহবুব ও টুটুল ।
হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।