গাংনীতে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ,১৪২৫ বাংলা নববর্ষ পালিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধিঃ পহেলা বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ ; বাঙালির উৎসবের দিন। পুরনো বছরের সব গ্লানি, জরা,অপ্রাপ্তি,ব্যথা- বেদনা মুছে ফেলে নতুন জীবনে সম্ভাবনার শিখা জ্বালিয়ে লাখো প্রাণের স্পন্দনে প্রথম সূর্য কিরণের সঙ্গে জেগে উঠেছে নতুন বাংলা বছর। বাংলা ভাষাভাষীর জীবনে এলো এক অমলিন আনন্দের দিন। সারাদেশের ন্যায় গাংনীর সর্বত্রই নানা বয়সী মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। রং-বেরয়ের পোশাক-পরিচ্ছদ, খাওয়া-দাওয়া, গানবাদ্য সবকিছুতেই প্রাধান্য পাচ্ছে বাঙালিয়ানা। নতুন বছরকে বরণ করতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠনও নানা কর্মসূচি হাতে নিয়েছে। গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের নেতৃত্বে শোভাযাত্রাটি সারা শহর ঘুরে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গণ মানুষের নেতা এমপি মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) হরেন্দ্রনাথ সরকার (পিপিএম),সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,ভারপ্রাপ্ত মেয়র নবীরউদ্দীন, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, জেলা জাপার সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল আলম,জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী নুরজাহান বেগম,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সম্পাদক আনারুল ইসলাম বাবু সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা। সামাজিক আচার অনুষ্ঠানাদি যেন মঙ্গল শোভা যাত্রার শোভা অনেকাংশে বৃদ্ধি করেছে। জমিদারী প্রথা বিলুপ্ত হলেও নায়েব মশাইদের ঘোড়ায় চড়ে টহল, নব বধু পালকি চড়ে যাচ্ছে শ্বশুর বাড়ি, আর বাবা অশ্রু সিক্ত নয়নে বিদায় জানাচ্ছেন। এ দৃশ্য সবার নজর কেড়েছে। ঘটক মশাইয়ের ঘটকালি আর মহিষের গাড়ি ছিল এক অনন্য আকর্ষণ। সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম ছিলেন মইশাল। অপরাজেয় বাংলার প্রতিকৃতি ছিল চোখে পড়ার মতো। আব্বাছ উদ্দীনের পল্লী গান ছিল অন্যতম আকর্ষণ। রাখালের মাথায় মাথাল আর জেলেদের নানা সরঞ্জামাদি নিয়ে মাছ শিকারে যাবার দৃশ্য নজর কেড়েছে সবার। তাছাড়াও জল্লাদ আর কর্মকারের শিল্প ছিল দেখার মতো। গোয়ালার দুধ বিক্রি সেই সাথে নকল উপজাতিদের অংশ গ্রহণও বহুলাংশে শোভা বৃদ্ধি করেছে শোভা যাত্রার। উপজেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন সংগঠন পান্তা ইলিশের আয়োজন ক্ের। উপজেলা শিশু পার্কে গ্রাম বাংলার মানুষের সকালের পান্তা ভাত এখন শহরের মানুষের কাছে বৈশাখি আয়োজনের অন্যতম খোরাক। আয়োজনে ছিল পান্তা ভাত, আলু ভর্তা, ডাল ভর্তা, ইলিশ মাছ , কাঁচা মরিচ আর পেঁয়াজ। বেশ তৃপ্তি সহকারে খেয়েছেন সবাই। খাবারের পাশাপাশি অনেকেই বেশ আলাপ জমিয়েছেন অনুষ্ঠানে। পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আহবায়ক উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ। সাংবাদিক আমিরুল ইসলামের সঞ্চালনায় গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী ছাড়াও এলাকার কৃতি সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।