গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি নিহত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল হোসেন (২৭) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।২ সন্তানের জনক নিহত রুবেল হোসেন বাঁশবাড়ীয়া গ্রামের গোরস্থান পাড়ার জেল হকের ছেলে।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকালের দিকে চিৎলা গ্রামের একটি বিল্ডিং এ রাজমিস্ত্রীর কাজ করছিল। অসাবধানতাবশতঃ বিদ্যুতের তার শরীর স্পর্শ করলে সে মারাত্মকভাবে আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জআক জানান, খবর পেয়ে পুলিশের একটি দও সেখানে পাঠানো হয়েছে।