গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে টিন ছাউনি মিস্ত্রি নিহত: আহত -১


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার করমদি বিলপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মোস্তফা (৩০) নামের এক টিন ছাউনির মিস্ত্রী নিহত হয়েছেন। নিহত মোস্তফা করমদি বিলপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। এসময় গুরুতর আহত হয়েছেন বিলপাড়ার মৃত ছহিউদ্দীনের ছেলে আব্দুল হালিম (২৫)। দুজন এক সাথে কাজ করছিলেন।
বুধবার বিকাল ৪ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম জানান, বিকাল ৪ টা ও দিকে তেঁতুলবাড়ীয়া ইউপির করমদি গ্রামের গোলজার হোসেনের ছেলে উলজার হোসেনের বাড়িতে টিনের ছাউনি ও টিনের বেড়া দেয়ার কাজ করছিলেন। এসময় অসাবধানতায় টিনে বিদ্যুতায়িত হলে মোস্তফা ও আব্দুল হালিম অসুস্থ হয়ে পড়ে।
স্থানীয়রা তাদের কে উদ্ধার করে করমদি গ্রামের সন্ধানী সংস্থা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোস্তফাকে মৃত ঘোষনা করেন। এবং আব্দুল হালিমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে।