ঢাকা, শনিবার, ১লা এপ্রিল ২০২৩ ইং | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গাংনীতে বিবিএন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে পাঠদান ব্যাহত। অবকাঠামো নির্মাণ এখন সময়ের দাবি

আমিরুল ইসলাম অল্ডাম : গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের অন্তর্গত ভবানীপুর গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে ৮৮ শতাংশ জমির উপর সুন্দর পরিবেশে গড়ে উঠা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিবিএন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। ‘শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও’ এই মূল মন্ত্রে এলাকার শিক্ষার আলো জ্বালানোর লক্ষ্যে ২০০০ ইং সালে প্রতিষ্ঠিত বিবিএন মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে প্রায় সাড়ে ৪ শতাধিক শিক্ষার্থী শিক্ষালাভ করছে। অধিক সংখ্যক শ্ক্ষিার্থীদের শ্রেনি কক্ষে জায়গার সংকুলান না হওয়ায় ইতোমধ্যেই স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষকমন্ডলীদের আন্তরিকতায় নিজেদের অর্থায়নে পৃথক চাটাই ঘেরা টিনসেড নির্মাণ করে কোনরকমে পাঠদান করানো হচ্ছে। টিনের ছাউনি দেয়া ছোট ছোট কক্ষে অধিক সংখ্যক শিক্ষার্থী নিয়ে ঠাসাঠাসি করে বসিয়ে পাঠদান করানো হচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় বিদ্যালয়টির শিক্ষার গুনগত মানোন্নয়ন করা সম্ভব হচ্ছে না জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকমন্ডলী। বর্মমান শিক্ষা বান্ধব সরকারের সদিচ্ছায় দীর্ঘ ২২ বছর পর হলেও বিদ্যালয়টি ইতোমধ্যে এমপিওভুক্ত হয়েছে। বর্তমানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম ও প্রধান শিক্ষক জামিল হোসেনসহ শিক্ষকমন্ডলীর আন্তরিককতায় নিজস্ব অর্থায়নে চাটাই ঘেরা টিনসেডের একটি শেণিকক্ষ নির্মাণ করে কোন রকমে পাঠদান করানো হচ্ছে শ্রেণিকক্ষ ছাড়াও রয়েছে বেঞ্চ ও য়োর টেবিলের সমস্যা। বিদ্যালয়ের টিনসেডের কক্ষে জানালা না থাকায় পর্যাপ্ত আলো-বাতাস ঢুকতে পারে না।ফলে প্রচন্ড গরমে শিক্ষথর্িীরা স্বাচ্ছন্দে ক্লাস করতে পারে না। বেশীরভাগ কক্ষে ছাউনির টিন ছিদ্র হয়ে গেছে। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই ক্লাস নেয়া সম্ভব হয় না।জায়গা সংকুলান না হওয়ায় বিদ্যালয়ে মেয়েদের জন্য তেমন প্রশস্ত কমনরুম নেই। এছাড়াও ইনডোর গেম খেলার জন্য তেমন উপকলন বা স্পেস নাই। বিদ্যালয়ে সুদক্ষ, সুযোগ্য ও দূরদৃষ্টি সম্পন্ন প্রধান শিক্ষকের আদর্শে অনুপ্রাণিত ১৮ জন শিক্ষকমনডলী ও কর্মচারী দের বসার তেমন কোন কক্ষ নেই। তবুও একঝাঁক সুদক্ষ শিক্ষকদের দায়িত্ববোধ ও আন্তরিকতায় বিদ্যালয়টি শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মন কেড়েছে। শিক্ষার পরিবেশ ও পরীক্ষার ফলাফলে সন্তোষ্ট হয়ে আশে পাশের গ্রাম গুলো থেকে শিক্ষার্থীরা বিবিএন মাধ্যমিক বিদ্যালয়ে ভর্র্তি হচ্ছে। শিক্ষা ছাড়াও খেলাধুলা , বিভিন্ন কালচারাল প্রতিযোগিতাতেও সাফল্য অর্ঝন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকল জাতীয় দিবসগুলো যথাযথঃ মর্যাদায় পালন হয়। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলে বিবিএন মাধ্যমিক বিদ্যালয়টি ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছে। যেন ভাঙ্গা ঘরে চাঁদের আল্ োছড়িয়ে পড়েছে।
সরেজমিনে ঘুরে বিদ্যালয়ের নানা সমস্যা চোখে পড়েছে। অসংখ্য ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে শ্রেনি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। ৬ষ্ঠ শ্রেণির একাধিক শিক্ষার্থী জানিয়েছে , আমরা ক্লাসে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ঠাসাঠাসি করে বসে ক্লাস করে থাকি। এক বেঞ্চে ৫/৬ জন করে বসতে হয়। গরমে কষ্ট হয়। শিক্ষক স্বাচ্ছন্দে পাঠদান করাতে পারেন না। আমরা একটি সুন্দর বিল্ডিং চাই। এমনটাই দাবি সব শ্রেণির শিক্ষার্থীদের।
কথা বলে জানা গেল স্কুলের সমস্যা সম্ভাবনার কথা। আলাপচারিতায় প্রধান শিক্ষক জামিল হোসেন জানান, অজ পাড়া গাঁয়ে পিছিয়ে পড়া জনপদের ছেলে মেয়েদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা কয়েকজন বন্ধু মিলে প্রতিষ্ঠিত করেছি এই প্রতিষ্ঠিানটি। অনেক বাঁধা বিপত্তি কাটিয়ে আজ বিবিএন মাধ্যমিক বিদ্যালয়টি একটি প্রতিষ্ঠিত শিক্ষাঙ্গন হিসাবে পরিচিতি লাভ করেছে। জীবন যৌবনের সব টুকু নিঃশেষ করে দিয়ে পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ না করে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের স্বপ্ন। জীবনের বেশীরভাগ সময় পার হয়ে গেছে এই স্বপ্ন পূরণে। মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম। তবুও মনে শক্তি সাহস পেতাম এই ভেবে যে আমি একটি মহান পেশায় নিজেকে জড়িয়ে ফেলেছি। শিক্ষকতা একটি মহান পেশা। এই ভাবনা থেকেই ধৈর্য়্য করে সব কিছু মোকাবেলা করে অদ্যাবধি নিজেকে গড়ে তুলেছি। আজ আমি সফল। শিক্ষা বান্ধব সরকারের সদিচ্ছায় স্কুলটি এমপিও ভুক্ত হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম সহ গ্রামের গণমান্য ব্যক্তিদের দিক নির্দেশনা ও সহযোগিতায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে মেহেরপুর -২( গাংনী ) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের ব্যাক্তি উদ্যোগে এমপিও ভুক্তির পর উক্ত বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সাধিত হবে বলে আমরা বিশ্বাস করি।আমরা এও বিশ্বাস করি এমপি মহোদয়ের সুদৃষ্টিতে অবিলম্বে বিবিএন মাধ্যমিক বিদ্যালয়ে অবকাঠামো নির্মিত হবে। এমপি মহোদয়ের মহানূভবতা আমাদের অনুপ্রাণিত করবে। আমরা সেই প্রত্যাশা করি। অবকাঠামো নির্মাণ এখন সময়ের দাবি।
এব্যাপারে শিক্ষার সুন্দর পরিবেশ গড়তে এবং শ্রেণি সংকট সমস্যা সমাধানকল্পে অবিলম্বে অবকাঠামোগত উন্নয়ন করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষা প্রকৌশলী , জেলা শিক্ষা কর্মকর্তা তথা আমাদের আপনজন গাংনী শিক্ষা ব্যবস্থা উন্নয়নের রুপকার এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় সচেতনমহল।

You must be Logged in to post comment.

গাংনীা রামনগর গ্রামে রাস্তায় বেড়া দেয়ায় অসহায় পরিবার গৃহবন্ধী     |     ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন      |     ঝিকরগাছা বিএম হাইস্কুলে বন্ধের সময়ও চলেছে রমরমা কোচিং বাণিজ্য     |     ঝিকরগাছার ইভটিজিংয়ের শিকার অনি রায়ের পরিবারের পাশে গিলবার্ট নির্মল বিশ্বাস     |     ফুলবাড়ী‌তে ইসলামী ব্যাংকিং শীর্ষক আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল     |     সুন্দরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাকে হেনস্থা     |     গাংনীতে বিভিন্ন ইউনিয়নে ‘বীর নিবাস’ পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     বৈকালিন স্বাস্থ্য সেবার প্রথম দিনে ফুলবাড়ীতে সেবা নিল একজন রোগী।     |     মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা     |     বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী     |