গাংনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, সিলিং ফ্যান ও ইউনিয়নে আরসিসি পাইপ ও ফিতা পাইপ বিতরণ অনুষ্ঠিত


মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, সিলিং ফ্যান ও ইউনিয়ন পর্যায়ে আরসিসি পাইপ ও ফিতা প্ইাপ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা সম্মেলন কক্ষে এসব বিতরণ করা হয়। গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে এসব বেঞ্চ ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এর সভাপতিত্বে সভায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এসময় বিশেষ অতিথি ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা , বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।