গাংনীতে বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৩ উপলক্ষে এ্যাডভোকেসী সভা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এবারের বিশেষ কার্যক্রম জিরো ডোজ (বাদ পড়া) শিশু আন্ডার ইম্যুনাইজড (আংশিক টিকা প্র্াপ্ত) শিশু এবং মিসড কমিউনিটি সনাক্ত কওে টিকা প্রাপিÍ নিশ্চিত করতে পারলে আমরা সবাই একত্রে সুরক্ষিত থাকতে পারবো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.সুপ্রভা রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মাহফূজুর রহমান , গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ, সেবিকা, জনপ্রতিনিধি, মসজিদের ঈমামগণ উপস্থিত ছিলেন।