গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ীকে জরিমানা


মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ২ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা শহরের সবুজ মেডিসিন কর্ণারের মালিককে ৩০ হাজার টাকা ও বজলুল ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী রাখার অপরাধে জরিমানা করা হয়। অভিযান পরিচলনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকারের উপ পরিচালক সজল আহম্মেদ ।