ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে আলু ব্যবসায়ীসহ ২ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
আজ মঙ্গলবার বেলা দেড়টাার দিকে গাংনী সবজি বাজারে এ অভিযান চালানো হয়। আলু পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের মূল্যতালিকা ও ক্রয় বিক্রয় ভাউচার যাচাই করা হয়। এসময় মেসার্স সততা ভান্ডার নামক প্রতিষ্ঠানে পূর্বে বারবার সতর্ক করা সত্বেও আলু পেঁয়াজসহ বিক্রিত মালের ভাউচার খুচরা ব্যবসায়ীদেও প্রদান না করায় প্রতিষ্ঠানটির মালিক শাহাদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ধারায় প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করেন। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে মেয়াদ উত্তীর্ণ, শিশুখাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা , মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ২ টি প্রতিষ্ঠানে মালিকের নিকট থেকে ৩৫ হাজার টাকা জরিমানা সহ জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্য জন সম্মুখে নষ্ট করা হয়েছে।এছাড়া বিক্রয় মূল্য ভাউচার দেখাতে না পারায় ২০০৯ সালের ৪৫ ধারায় ২০ হাজার টাকা । পরে গাংনী স্টুডেন্ট কর্ণার নামক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য পাওয়ায় মালিক শফিকুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় জেলা খাদ্য কমাকর্তা রিয়াজ আহম্মেদ ও গাংনী উপজেলা স্যানিটারী অফিসার মশিউর রহমান উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |