গাংনীতে ভ্যানচালক আলেহীম হত্যা মামলার পলাতক আসামী বাপ-বেটা গ্রেফতার


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের ভ্যান চালক আব্দুল আলীম ওরফে আলেহীম (৪৮) হত্যা মামলার পলাতক আসামী বাপ- বেটাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।বাবা সাইদুল ইসরাম ছাতু ও তার ছেলে সেন্টু ুমিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাতলামারী গ্রাম থেকে তাদের গ্রেফতার করে গাংনী থানা পুলিশ।
গাংনী থানা সূত্রে জানা গেছে, শরিকানা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার দুপুরের দিকে প্রকাশ্য দিবালোকে ভ্যানচালক আলেহিমকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় নিহতের ¯ত্রী বাদী হয়ে ৯ জনের নামে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামীরা আত্মগোপনে করে থাকে। ফলে পুলিশ তৎপরতা শুরু কওে আসামীদেও ধরতে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামী বাবা ছাতু ও ছেলে সেন্টুকে কাতলামারী থেকে গ্রেফতার করতে সক্ষম হয় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুরের গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন ৫ সন্তানের জনক ভ্যান চালক আব্দুল আলীম (৪৮)।