গাংনীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে অমর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুিষ্ঠত হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নানা কর্মসূচী গ্রহনের মধ্য দিয়ে প্রস্তুতি সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ রনী খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম,এ খালেক,সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি ওসি তদন্ত মনোজ কুমার নন্দী, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,এমপি মহোদয়ের সহধর্মিনী লায়লা আরজুমান্দ বানু শিলা,মেহেরপুর জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, এমপির প্রতিনিধি মনিরুজ্জামান আতু,গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন স্বপন, ইউপি চেয়ারম্যানবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিকবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। দিবসের কর্মসূচী সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে।