গাংনীতে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত শুভ অবশেষে মারা গেছে।


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউপির সাহেবনগর গ্রামে দু’বন্ধু মোটরসাইকেল দুর্ঘটনার শিক্ার শুভ মিয়া অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
উল্লেখ্য,দুর্ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করেছেন। তবে জয় হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় নেয়া হয়েছে। আহত জয় কাজীপুর গ্রামের হাজীপাড়ার স্বপন মিয়ার ছেলে। এবং নিহত তার বন্ধু শুভ (১৮) কাজীপুর গ্রামের মধ্যপাড়ার শিপন আলীর ছেলে ।
রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কাজীপুর বামন্দী সড়কের সাহেবনগর গ্রামের তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জয় ও তার বন্ধু শুভ নিজ নিজ মোটরসাইকেল নিয়ে রাস্তায় পাল্লাপাল্লি দেয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে হাতের হাড় ভেঙ্গে যায়।