গাংনীতে যাত্রাশিল্পের সভাপতি মরহুম আলী আজগর এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের উপজেলা শাখার সভাপতি ও গাংনী সীমান্ত অপেরা’র ব্যবস্থাপনা পরিচালক এবং উপজেলার গাড়াডোব গ্রাম আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাংস্কৃতিক কর্মী মরহুম আলী আজগর (৫৮) এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে গাংনী উপজেলা যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ও সীমান্ত অপেরার আয়োজনে ক্লাবের নিজস্ব অফিস প্রাঙ্গনে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলঅ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি ও বাংলাদেশ যাত্রশিল্প মালিক সমিতির সভাপতি মোহাঃ আব্দুর রাজ্জাক।
আজগর আলীর মৃত্যুতে গভীর শোক জানাতে উপস্থিত ছিলেন গাংনীর বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সিরাজুল ইসলাম স্যার, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সেক্রেটারী মহিদুল ইসলাম মুহিত, প্রবীণ যাত্রাভিনেতা মীর ফারুক হোসেন, গাংনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর নবীরউদ্দীন ।
গাংনী উপজেলা যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে স্মরণ সভায় স্মৃতিচারণ করেন যাত্রাভিনেতা ডাঃ শরিফউদ্দীন ঠান্ডু, সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু, রফিকুল ইসলাম পথিক , যাত্রাভিনেতা ওল্টু, কামাল মেম্বার, গোলাম মোস্তফা, হাফিজুল ইসলাম , খলিল মোল্লা প্রমুখ ।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। স্মরণ সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু জাফর।
সভায় মরহুমের পরিবার পরিজন ও নিকটাত্মীয় সহ ৩ শতাধিক লোক দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তবারক বিতরণ করা হয়।