গাংনীতে র্যাব-১২ এর মাদক বিরোধী অভিযান প্রায় ৪ কেজি গাঁজাসহ একজন আটক


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি ‘ মেহেরপুরের গাংনীতে র্যাব-১২ এর সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি ৯ শ’ গ্রাম গাঁজাসহ সেলিম সরদার (৩৮( নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত সেীলম সরদার কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পোয়ালবাড়ীয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় র্যাব-১২ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা কাজীপুর গ্রামে অভিয়ান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করে।
গাংনী র্যাব-১২ ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, গাংনীর কাজীপুর এলাকা দিয়ে মাদক দ্রব্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি ৯শ’ গ্রাম গাঁজাসহ সেলিম সরদারকে আটক করে।
মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ব্যটারী চালিত অটো রিকসা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃত সেলিম সরদারকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।