গাংনীতে লিখিত অভিযোগ দিলেও অবৈধভাবে মাটি কাটা বন্ধ হয়নি। প্রশাসনের ইঙ্গিতে চলছে আবাদী জমি থেকে মাটি বিক্রি


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে লিখিত অভিযোগ দিলেও অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি বন্ধ হয়নি। প্রশাসনের ইঙ্গিতে চলছে আবাদী জমি থেকে মাটি বিক্রির ধুম। কয়েকদিন যাবত গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শে ধর্মচাকীর বিল নামক মাঠে দেদারছে চলছে মাটি কাটা। এসভেটর দিয়ে ৭-৮ টি ট্রলি দিয়ে অবৈধভাবে সরকারী জমি নিজেদের ক্রয়মূলে মালিক পরিচয় দিয়ে মাটি কেটে পুকুর তৈরীর মহাউৎসব শুরু হয়েছে। জানা গেছে, ধর্মচাকী গ্রামের স্কুলের পাশ্রে জমি জবরদখল করে ধর্মচাকী গ্রামের রহমত বিশ্বাসের ছেলে সাবেক মেম্বর নিজামউদ্দীন, ইয়াছিন আলীর ছেলে মঙ্গল, জাফর আলী গাইনের ছেলে আজিজুল হক, আব্দুল বারীর ছেলে আব্দুল বাকী, মজের আলীর ছেলে নূরু ডাক্তার, এছাড়া আব্দুল হান্নান, ইছাহক আলী তাদের নিজস্ব জমি দাবি করে ইটভাটার মাটি ব্যবসায়ীদের কাছে বিঘা প্রতি ১ লাখ ২০ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি করছে। স্কুলের খেলার মাঠের উপর দিয়ে বিকট শব্দে ট্রলি গুলো মাটি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। স্কুলের ছোট্ট শিশুরা যে কোন সময় মারাত্মক দূর্ঘটনার শিকার হতে পারে। শিক্ষকরা বাধা দিলেও তাদের কথায় কর্ণপাত না করে দেদারছে ট্রলি চালকরা গাড়ি হাকিয়ে নিয়ে চলছে। এসব যেন দেখার কেউ নেই।
ধর্মচাকী গ্রামের অধিকাংশ লোকজন জানিয়েছেন, আমরা ছোটবেলা থেকেই শুনে ও জেনে আসছি, এটা ধর্মচাকীর বিল নামে পরিচিত। এক সময় গ্রামের মানুষ এই বিলে পাট জাগ দেয়া থেকে শুরু করে দেশীয় মাছ ধরা সব চলতো। এসব জমিতে বর্তমানে আর সারা বছর পানি থাকে না। সেকারনে এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি তারা ক্ষমতাসীন দলের পরিচয়ে জবরদখল করে আবাদ করছে। গ্রামের কোন মানুষকে তারা সেখানে নামতে দেয়না। এমনকি হাঁস-মুরগী পালন করতেও বাধা দেয়া হচ্ছে। দেশীয় মাছ ধরতে গেলেও নিম্নআয়ের মানুষকে বিলে নামতে দেয়া হয় না। এব্যাপারে জমির অবৈধ দখলদারদের সাথে কথা বলতে চাইলে কেউ ক্যমেরার সামনে কথা বলতে রাজী হয়নি। শুধুম্ত্রা নূরু ডাক্তার উক্ত সাড়ে ১৪ শতক জমি ক্রয় সূত্রে নিজের দাবি করে বলেন, আমি উক্ত জমিতে মাটি বিক্রি করেছি ৫৪ হাজার টাকায়। অন্যরাও একই ভাবে মাটি বিক্রি করছে। আরও জানা গেছে , এই বিলের জমি তারা জবরদখল করে মালিক পরিচয় দিলেও অদ্যাবধি তারা খারিজ খাজনা দিতে পারেনি।
মাটি কাটা বন্ধে ধর্মচাকী গ্রামের জুলফিকার আলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করলেও প্রশাসনিকভাবে আজ পর্যন্ত মাটি কাটা বন্ধ করেনি বা কোন পদক্ষেপ নেয়নি। একইভাবে মাটি কাটার হোতারা গর্বেও সাথে জানান, আমরা রাজনৈতিক নেতা, উপজেলা প্রশাসন এবং দুই একজন সাংবাদিক ম্যানেজ করেই মাটি কাটাচ্ছি। এসব নিয়ে লেখালেখি করে আমাদের মাটি কাটা বন্ধ করা যাবেনা।
আসল ঘটনা জানতে সাহারবাটি ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদার নূরুল হুদার নিকট জানতে চাইলে তিনি জানান, উক্ত জমি হিন্দুদের সম্পত্তি। জমিদার শুশিলা বালার সম্পত্তি। এটা কোন অর্পিত সম্পত্তি নয়। যেকারনে কেউ মালিকানা দাবি করতে পারে না। বর্তমানে ১০০৩ আরএস দাগের জমির মালিকানা রেকর্ড রয়েছে তাহাজউদ্দীনের স্ত্রী নিহারন নেছার নামে।