গাংনীতে শিশু কিশোর ভলিবল প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দিনব্যাপী গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস মেহেরপুরের বাস্তবায়নে শিশু কিশোর ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আরিফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা কৃষি বিপনন অফিসার তারিকুল ইসলাম, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী প্রমুখ্।
গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রভাষক আলহাজ্জ শফি কামাল পলাশের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী পাইলট সরকারী মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জহুরুল ইসলামসহ মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। খেলা শেষে বালক ও বালিকা দলের প্রতিটি দলের খেলোয়াড়দের নগদ ২০০ টাকা করে সম্মানী ও যাতায়াত ভাতা ২ টি করে ভলিবল ও ১ টি করে নেট প্রদান করা হয়।পাশাপাশি খেলোয়াড়দের পুষ্টিকর খাবার (বিস্কুট) দেয়া হয়। খেলা পরিচালনা করেন, বিশিষ্ট ভলিবল খেলোয়াড় শামীম ও গাংনী সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদ হাসান সুমন।