ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৩ এর প্রস্তুতিমূলক সভা

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলিটিক্স প্রতিযোগিতা-২০২৩ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা সম্মেলন কক্ষে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের প্রতিনিধিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স-এর আহবায়ক মীর হাবিবুল বাসার। অনুষ্ঠানে সুষ্ঠুভাবে ইউনিয়ন -পৌর পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে এ্যাথলেটিক্স আয়োজনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ২৩-০১-২৩ ইং তারিখে ইউনিয়ন পর্যায়ে এবং ২৫-০১-২৩ ইং তারিখে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পর্যায়ে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ, জোড়পুকুরিয়া, করমদি, ধানখোলা, চাঁদপুর, জুগিরগোফা,সাহেবনগর, আরবিজিএম,বাওট সোলায়মানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং উপজেলা পর্যায়ে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। খেলা ২ টি গ্রুপে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপ( –ছাত্র-ছাত্রী)-৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত এবং‘ খ’ গ্রুপ (ছাত্র-ছাত্রী)- ৯ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।ইউনিয়ন পর্যায় থেকে প্রতি ইভেন্ট থেকে শুধুমাত্র ১ম স্থান অধিকারী উপজেলা পর্যায়ে অংশগ্রহন করতে পারবে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, গাংনী পাইলট সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হুসাইন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, চাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাশেম, সাহেবনগর মাধ্যীমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ,ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস হোসেন, শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, ক্রীড়া পরিচালনা কমিটির সম্পাদক আতর আলী, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ বিভিন্ন স্কুলের ক্রীড়াশিক্ষকবৃন্দ।

You must be Logged in to post comment.

বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |     গাংনীতে মুকুল সেবা সংঘের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে সামাজিক নিরাপত্তা র্কসূচীর আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ     |     বোদায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     ঘাটাইলে শিশু বাচ্চার লাশ উদ্ধার      |