গাংনীতে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত। ২ বন্ধু আহত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া মহাম্মদপুর সড়কে ট্রলি (ইঞ্জিনচালিত যানবাহন) থেকে রাস্তায় ছিটকে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। সড়ক র্দর্টনায় সাজ্জাদ হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার বন্ধু পারভেজ হোসেন (১৫) ও হাসান আলী (১৪)। নিহত সাজ্জাদ হোসেন মটমুড়া ইউপির চরগোয়ালগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র্।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে নিজ গ্রাম থেকে মটমুড়া মহাম্মদপুর সড়কে ট্রলি নিয়ে যাওয়ার পথে গাড়ী থেকে ছিটকে পড়ে হতাহত হয়। প্রত্যক্ষ দর্শীরা জানান, চালক স্টিয়ারিং ছেড়ে দিয়ে গাড়ী চালাতে গেলে গাড়ী উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।