গাংনীতে সন্ধানী স্কুল এন্ড কলেজে শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্যতিক্রমধর্মী উদ্যোগ


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : শিক্ষার্থীদের শুধুমাত্র স্কুল বা ক্লাসের চার দেয়ালের মধ্যে আবদ্ধ রেখে প্রকৃত ও দায়িত্বশীল মানুষ গড়া সম্ভব হবে না। মেধা তালিকায় শুধু জিপিএ-৫ অর্জন করলেই একজন শিক্ষার্থী সব বিষয়ে পারদর্শী একথা ভাবার কোন অবকাশ নেই। সে কারনে প্রকৃত মেধা বিকাশে শিক্ষার্থীদেরকে বাইরের জগত সম্পর্কে বা প্রকৃতিগত জগত সম্পর্কে জানাতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বের বন্ধন ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে। জাপানী সাহায্যপুষ্ট প্রতিষ্ঠান গাংনী পৌর সভার প্রাণকেন্দ্রে গড়ে উঠা আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান সন্ধানী সংস্থা দ্বারা পরিচালিত সন্ধানী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর ডঃ মোখলেছুর রহমান শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন,প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম ও পুষ্টিমান সম্পন্ন খাবার থাকতে হবে।গুরুজনদের প্রতি শ্রদ্ধা মমত্ববোধ ও ছোটদের প্রতি ¯েœহাশীষ দেখানো অভ্যাস গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা বা শিষ্টাচার শেখাতে হবে।সর্বোপরি নেতৃত্ব বিকাশের সুযোগ করে দিতে হবে। বন্ধুদের সাথে একসাথে মিলে মিশে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে।শুধু স্কুল আঙ্গিনা নয় , সুন্দর ,পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করে সুশৃংখল জীবন যাপন করার অঙ্গিকার করতে হবে।খাওয়া -দাওয়া থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরনির্ভরশীলতা পরিহার করতে হবে। শিশুদের বড় হয়ে উঠার জন্য স্বপ্ন দেখাতে হবে। অভিভাবক বা পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষে ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানে একথাগুলি বলছিলেন জাপান প্রবাসী প্রফেসর ডঃ মোখলেছুর রহমান ।
এসময় ডঃ মকলেছুর রহমানের পরামর্শে সন্ধানী স্কুল এন্ড কলেজের এরকম ব্যতিক্রমধর্মী উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন গাংনীর সুধী সমাজ।
সন্ধানী স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা স্কুল আঙ্গিনা থেকে সারিবদ্ধভাবে বের হয়ে বিভিন্ন জায়গায় সমবেত হয়। ডঃ মোখলেছুর রহমান শিক্ষার্থীদের টিফিন সকলে একসাথে ভাগাভাগি করে খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহŸান জানান এবং তিনি নিজেও শিক্ষার্থীদের সাথে খাওয়া-দাওয়া করেন।তিনি আরও জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে নতুন নতুন সৃজনশীলতা ও কর্ম দক্ষতা গড়ে তুলতে আগ্রহ সৃষ্টি করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সুস্থ সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত করতে শিক্ষক ও অভিভাবকদের অনুরোধ জানান।