গাংনীতে সরকারের সাফল্য ও উন্নয়ন তুলে ধরতে সাংবাদিকদের সাথে এমপি’র মত বিনিময় সভা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বর্তমান আওয়ামীলীগ সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন তুলে ধরতে মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিকদেও সাথে এমপি মহোদয়ের মতবিনিময়ের আয়োজন করা হয়।
গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ লিংকনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি গণমানুষের নেতা , গাংনীর উন্নয়নের রুপকার মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।এসময় উপস্থিত ছিলেন, তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, সাহারবাটি ইউপি চেয়ারম্যার মশিউর রহমান , রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গল, গাংনী পৌর যুবলীগের সাধারন সম্পাদক রাহিবুল ইসলাম প্রমুখ।
অনূষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন , গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ লিংকন।
গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম এর সঞ্চালনায় অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী নুরুজ্জামান পাভেল, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন, সিনিয়র সাংবাদিক সাহাজুল ইসলাম সাজু, সাংবাদিক লিটন মাহমুদ, মাসুদ রানা প্রমুখ। এমপি মহোদয় গাংনীর স্কুল কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও রাস্তা ঘাটের দৃশ্যমান উন্নয়ন গুলো তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।