গাংনীতে সাংবাদিকবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর মতবিনিময় সভা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে স্থানীয় সাংবাদিকবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনীতে যোগদানের ১ দিন পর প্রথম কর্ম দিবসে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গাংনীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করেন গাংনীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। শুরুতেই তিনি পরিচয় তুলে ধরেন। কর্মস্থল এনজিও বিষয়ক মন্ত্রণালয় আগারগাঁও থেকে গাংনীতে যোগদান করেন বলে সাংবাদিকদের জানান। এসময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাদির হোসেন শামীম উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসারের নিকট সাংবাদিকদের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকরা গাংনীর সমস্যা,সম্ভাবনা ও কাঙ্খিত উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা প্রত্যাশা করে নানা অসঙ্গতির কথা উপস্থাপন করে। এসময় সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, মজনুর রহমান আকাশ, সাহাজুল সাজু, মাহবুব আলমসহ গাংনী প্রেস ক্লাব, গাংনী উপজেলা প্রেস ক্লাব ও গাংনী রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নবাগত ইউএনও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। তিনি গাংনীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।