গাংনীতে সাব-রেজিষ্টারের কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে সাব রেজিষ্টারের কার্যালয়ের নতুন ভবন
নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় ৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা ক্যাম্পাসে খাদ্য গুদামের পার্শে জেলা গণপূর্ত বিভাগের বাস্তবায়নে নির্মিত ভবনের নাম ফলক উন্মুক্ত করা হয়। মেহেরপুর -২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক,জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী। মেহেরপুর জেলা রেজিষ্টার সাইফুল ইসলাম (ডিআরও) এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সাব রেজিষ্টার মাহফুজ রানা, ঠিকাদার প্রতিষ্ঠানের (বাবর এসোসিয়েশন)এর পক্ষে মাহবুব হোসেন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মাষ্টার, মনিরুজ্জামান আত ুসাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ৪ কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকা প্র্ক্কালিত ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। গাংনী উপজেলা চত্বরের খাদ্য গুদামের পার্শ্বে উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত জায়গায় নতুন ভবন নির্মিত হচ্ছে। ৪ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর দেয়া হলেও বর্তমানে দ্বিতল ভবন নির্মিত হবে।
উপজেলা সাব রেজিষ্টার অফিসের অফিস সহকারী গোপালসহ অফিসের স্টাফবৃন্দ ও নকল নবিশগণ উপস্থিত ছিলেন।