গাংনীতে সাব-রেজিষ্টারের কার্যালয়ের নতুন ভবনের স্থান পরিদর্শন করলেন জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে সাব রেজিষ্টারের কার্যালয়ের নতুন ভবনের
নির্মাণ স্থান সরেজমিনে পরিদর্শন করলেন জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ৪ কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। গাংনী উপজেলা চত্বরের খাদ্য গুদামের পার্শ্বে উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত জায়গায় নতুন ভবন নির্মিত হচ্ছে।
এসময় গাংনী উপজেলা সাব রেজিষ্টার মাহফুজ রানা , প্রকল্পের ঠিকাদার মাহবুব হোসেন, উপজেলা সাব রেজিষ্টার অফিসের অফিস সহকারী গোপালসহ অফিসের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।