ঢাকা, শুক্রবার, ৯ই জুন ২০২৩ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে সড়ক দূর্ঘটনায় শিক্ষিকা নিহত । স্বামী ও কলেজ পড়ুয়া মেয়ে মারাত্মক আহত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বালু ভর্তি ট্রলির ধাক্কায় মোটর সাইকেল আরোহী শামীমা ইসলাম (৫৫) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। এসময় তার স্বামী ও কন্যা মারাত্মক আহত হয়েছেন। এক সন্তানের জননী নিহত শামীমা ইসলাম গাংনী উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও করমদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
আজ সোমবার সকাল ৯ টার সময় মেহেরপুর কুষ্টিয়া সড়কের মালসাদহ জোড়া ব্রিজের অদূরে এ দূর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, শামীমা ইসলাম ও তার স্বামী ফিরোজুল ইসলাম (৫৮) এবং এক মাত্র মেয়ে প্রাপ্তি ইসলামকে (২২) নিয়ে মোটর সাইকেল যোগে নিজগ্রাম থেকে গাংনী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। তারা পশ্চিম মালসাদহ জোড়া ব্রিজের পার হতেই পিছন দিকে থেকে বালু বোঝাই ট্রাক (ট্রলি) সজোরে ধাক্কা দেয়। ঐ ধাক্কায় মোটর সাইকেল থেকে স্বামী স্ত্রী ও মেয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এসময় মোটর সাইকেল আরোহীর মধ্যে স্ত্রী শামীমা পাকা রাস্তার উপর পড়ে যাওয়ায় ট্রাকের ধাক্কায় তার মাথা থেতলীয়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় তার স্বামী ও মেয়ে। খবর পেয়ে গাংনী পুলিশ শামীমার লাশ উদ্ধার করে। এবং তার স্বামী ফিরোজুল ইসলাম ও মেয়ে প্রাপ্তিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে দূর্ঘটনা কবলিত ট্রাকটি নিয়ে চালক পালিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রমের আওতায় গাংনীতে শাধ্যমিক স্কুলের শিক্ষকদেও প্রশিক্ষণ চলছে। ঐ প্রশিক্ষণে অংশ নিতে শামীমা তার স্বামীর মোটরসাইকেল যোগে আসতেই এ দূর্গটনার শিক্ার হন।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। কৈান অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |     অসম্পূর্ণ তথ্য দিয়ে পরিবেশিত সংবাদ মানুষকে বিভ্রান্ত করে ………. সাতক্ষীরায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম     |     পার্বতীপুরে বর্জ্রপাতে দুই জনের মৃত্যু     |     চিলাহাটিতে বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও বিশেষ  দোয়া।      |     টাঙ্গাইলে জেনারেটর চালিয়ে পরীক্ষা দিল শিক্ষার্থীরা     |