গাংনীতে হ্যান্ডকাপ নিয়ে পালানো আশিক অবশেষে গ্রেফতার


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা সীমান্ত থেকে বিজিবির হাত থেকে হ্যান্ডকাপ নিয়ে পালানো আশিক হোসেন (২৫) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আশিকের নামে ২০১৬ সালে মাদকের একটি মামলা রয়েছে। পরে জামিনে মুক্ত হয়ে সে বিদেশে বেশ কয়েকবছর পালিয়ে ছিল। প্রবাস যাপনের পর দেশে ফিরলে বিজিবি তাকে আটক করে।
রবিবার দিবাগত রাতে তেঁতুলবাড়ীয়া গ্রাম থেকে গাংনী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে বিজিবির হ্যান্ডকাপ উদ্ধ্ওা করা হয়। গ্রেফতারকৃত আশিক গাংনী উপজেলার কাজীপু ইউপির হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিম পাড়ার সোলাইমান হোসেনের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় সীমান্তবর্তী সহড়াতলা গ্রাম থেকে আশিককে আটক করে বিজিবি ক্যাম্পে হ্যান্ড লাগিয়ে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বিজিবি সদস্যদেও সাথে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে আশিক হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। এমতাবস্থায় বিজিবি সহড়াতলা ক্যাম্পের পক্ষ থেকে গাংনী থানায় মামলা করা হয়।