গাংনীর করমদি গ্রামে জুয়েলারী দোকানে চুরির সাথে জড়িত ৪ জন আটক।


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদি গ্রামে জুয়েলারী দোকানের টিন সেড কেটে স্বর্ণ রৌপ্য চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, গাংনীর করমদি গ্রামের রবিউল ইসলামের ছেলে সুলতান বাদশা(২২), মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে ফজলুল হক ফজল (৪০), একই উপজেলার বিদ্যাধরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নোমান হোসেন (২০), ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নান্টু মিয়া (৩০)।
গত ২৯ আগষ্ট রাতে করমদি গ্রামের বাবু জুয়েলারী দোকানের টিনসেড কেটে চুরি হয়। তার পরদিন দোকান মালিক বাবু গাংনী থানায় মামলা করে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে তাদের মুজিবনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুরিরর সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে পুলিশের একটি দল। তাদের স্বীকারোক্তি মোতাবেক চুরি যাওয়া সোনা রুপার গহনা উদ্ধার করা হয়েছে।