গাংনীর কাজীপুর ইউপিতে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী অসহায় ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কাজীপুর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক ভাবে হুইল চেয়ার বিতরণ করা হয়।
ইউনিয়ন উন্নয়ন তহবিল থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৮জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু.আলম হুসাইন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।