গাংনীর চেংগাড়া গ্রামে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক জখম।


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আসকার আলী (৪৫) নামেন একজন দীনমজুর মারাত্মক আহত হয়েছে। আহত আসকর আলী চেংগাড়া গ্রামের মৃত দিদার বক্সের ছেলে। বৃহস্পতিবার দুপুরের দিকে হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গাংনী পরিষদেও সাবেক চেয়ারম্যান ও চেংগাড়া গ্রামের বাসিন্দা দাউদ হোসেনের পরিবারের সাথে জমি নিয়ে আসকার আলীর বিরোধ চলে আসছিল । এবিরোধে দাউদ হোসেনের পক্ষ নেয় চেংগাড়া গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে জাতীয় পার্টির নেতা জান মহাম্মদ মিনটু।
বৃহস্পতিবার দুপুরের দিকে আসকার আলী চেংগাড়া বাজারের একটি দোকানে বসে চা পান করছিলেন । এমন সময় জান মহাম্মদ মিন্টু ধারালো অস্ত্র দা নিয়ে অতর্কিতভাবে তার উপর আক্রমন করে। প্রকাশ্যে হামলা হলেও প্রত্যক্ষ দর্শীরা দাড়িয়ে দেখলেও কেউ মিন্টুর সামনে প্রতিরোধে এগিয়ে আসেনি। মিন্টু একাধিক মামলার আসামী হওয়ায় কেউ তার বিরুদআচরণ করতে সাহস পায়নি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে কুস্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান ডাক্তার।