গাংনীর ছাতিয়ান গ্রামে জমিদখলকে কেন্দ্র সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ৬ জন আহত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ৬ জন গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৬ টার সময় ছাতিয়ান গ্রামের ব্রিকফিল্ড পাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ রবিবার সকালে ঐ বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করছিলেন মিনারুল ইসলাম। এ নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত কথাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ময়না সহ তার পক্ষের ৪ জন গুরুতর আহত হয়। অন্যপক্ষের দুইজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে আহতরা হলেন,ছাতিয়ান গ্রামের ব্রিকফিল্ড পাড়ার মৃত পাঁচু মন্ডলের ছেলে হিফাজউদ্দীন (৬০),তার স্ত্রী ময়না খাতুন (৫৫), মেয়ে জোসনা খাতুন (৩৫), ও আবুল কাশেমের স্ত্রী রঙ্গিলা খাতুন (৬২)। অন্যপক্ষের আহতরা হলেন, মিনারুল ইসলাম (৪৮) ও সজল হোসেন (২৬)। , আহততের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গ্রামের লোকজনের সাথে এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, ছাতিয়ান গ্রামের জহিরউদ্দীনের নিকট থেকে ৩ শতাংশ জমি ক্রয় করেন একই পরিবারের ময়না খাতুন। ঐ দাগেই জহিরউদ্দীনের নিকট থেকে কয়েক শতক জমি ক্রয় করেন মিনারুল ইমলাম। এ জমি নিয়ে মিনারুল ইসলাম ও ময়না খাতুনের পরিবারের মধ্যে কয়েক বছর যাবত দ্বন্দ্ব চলে আসছিল।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।