ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীর তেরাইল ডিগ্রী কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মালিকানা জমি জবরদখলে নেয়ার পায়তারার অভিযোগ

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলার গাংনীর তেরাইল ডিগ্রী কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কলেজের সন্নিকটে ক্রয়সূত্রে বৈধ মালিকানা জমি জবরদখলে নেয়ার পায়তারার অভিযোগ উঠেছে। জমির মালিক চাষ করে ফসল আবাদ করতে গেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম উল হক মিন্টু জমি কলেজের বলে বাঁধা দেয়। অন্যদিকে জমির ক্রয়সূত্রে মালিকগণ জমি খারিজ-খাজনা করে বৈধতার পক্ষে চ্যালেঞ্জ করলেও ক্ষমতার দাপটে জমি জবর দখল করতে পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার তেরাইল মৌজার অন্তর্গত মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের তেরাইল কলেজের সন্নিকটে আরএস খতিয়ান নং-২০৬৬ এর ৪৮০০ দাগে তেরাইল গ্রামের বজলুর রহমানের স্ত্রী সহীদা খাতুন মোট অংশের .৩৭৫ ভাগ জমি অর্থ্যাৎ ১২ শতাংশ জমি ক্রয় করেন। যার দলিল নং-৯১৯৮/২২ , তাং-১৬-১১-২২ ইং এবং আর এস খতিয়ান নং-৩৪৬ এর ৪৮২৫ দাগে তেরাইল গ্রামের ইজারউদ্দীনের ছেলে আলতাব হোসেন মোট অংশের ১২ শতাংশ জমি (জমির শ্রেণি-আউশ)ক্রয় করেন। ক্রয়কৃত জমি ইতোমধ্যে খারিজ সম্পন্ন করে হোন্ডিং চালু করা হয়েছ্।ে খাজনাও হালনাগাদ করা হয়েছে। অথচ তেরাইল গ্রামের ফজলুর রহমান ও তার ছেলে সাগর প্রতিপক্ষ হয়ে জমি দখলে বাঁধা প্রদান করছে। জমির বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ,মেহেরপুর জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করা হলে কলেজ কর্তৃপক্ষের নানা অযুহাতের কারনে আপোষ মিমাংসা করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ ব্যাপারে জমির ক্রয়সূত্রে মালিক তেরাইল গ্রামের রেজাউল হকের ছেলে রাজিব জানান, আমরা ৪৮২৫ ও ৪৮০০ দাগে আরএস রেকর্ডীয় প্রজার নিকট থেকে জমি ক্রয় করেছি। উল্লেখিত দুটি খতিয়ানের দাগ নং-৩৪৬ ও ২০৬৬ ম্যাপে এবং সরেজমিনে জমি রয়েছ্।ে অন্যদিকে মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের তেরাইল মৌজার রাস্তার মধ্যবিন্দু হতে উভয় পার্শ্বে ৭৫ ফুট করে জমি সওজ অধিগ্রহন করেছে বলে দাবি করলেও এই মর্মে কলেজ কর্তৃপক্ষ কোন কাগজপত্র দেখাতে পারেনি।
জমির মালিক আরও বলেন, আমরা শহীদ মুক্তিয্ােদ্ধা পরিবারের সন্তান হয়েও বৈধ মালিক হয়ে বিচারের দাবিতে পথে পথে ঘুরছি। তারা ২ শতাংশ জমি ক্রয় করেছে বলে দাবি করছেন কিন্তু কোন দলিল দেখাতে পারে নি। জমি সওজ অধিগ্রহন করলে অদ্যাবধি জমির মালিককে অবহিত করা হয়নি। আবার খোজ নিয়ে জানা গেছে, উক্ত জমি সওজের নয়, কাগজে কলমে জেলা পরিষদের জায়গা। কলেজ কর্তৃপক্ষ তাদের প্রয়োজনে ক্রয় করতে পারেন। কিন্তু গায়ের জোরে বা ক্ষমতার জোরে ভয়ভীতি দেখিয়ে আমাদের বৈধ সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন না। এ নিয়ে মাননীয় এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নিকট জানতে চাইলে তিনি জানান, গ্রামের অনেক লোক আমাকে পছন্দ করে না। তাই আমাকে না বলে গ্রামের মাতব্বর শহিদুল ইসলাম বিশ্বাসকে বিষয়টি জানাতে পারো। আমরা শহিদুল ইসলাম সাহেবের নিকট গেলে তিনি সাফ জানিয়ে দেন ঐ জমি কলেজের , তোমরা জমির পার্শ্বে যেতে পারবে না। জমি আবাদ করা যাবে না।
এব্যাপারে তেরাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম উল হক মিন্টুর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তাদের জমি রয়েছে একথা সত্য। সড়ক ও জনপদ বিভাগ রাস্তার প্রশস্ত করার জন্য রাস্তার মধ্যভাগ থেকে ৭৫ফুট জায়গা পরিমাপ করেছে। বর্তমানে তাদেও অল্প কিছু জমি রয়েছে। যদি সওজ জমি না নেয় তাহলে মোট জমিই তাদের থাকবে। এতে আমার কোন আপত্তি নেই। কারন আমি ব্যক্তিগত কারনে জমি নিতে চাই না। কলেজ কর্তৃপক্ষ যেটা ভাল মনে করে সেটাই হবে। কলেজের স্বার্থে জমিটা দরকার। বিষয়টি নিয়ে তারা কলেজে যে কোন পদে নিয়োগ দাবি করে আপোষ মিমাংসা করতে চাই।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |