গাংনীর ধানখোলাতে বজ্রপাতে কৃষক আহত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে আকস্মিক বজ্রপাতে মাঠ থেকে ফেরার পথে একজন কৃষক মারাত্মক ভাবে আহত হয়েছেন। বজ্রপাতে আহত কৃষক উপজেলার ধানখোলা মাঠ পাড়া গ্রামের আর্ব্দু রাজ্জাকের ছেলে রেজাউল হক (৪৮)। আজ মঙ্গলবার দুপুরের দিকে বজ্র বৃষ্টি শুরু হলে মাঝে মাঝে বিকট শব্দে বজ্রপাত হয়।
এসময় কৃষক মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঝলসিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।