গাংনীর নওয়াপাড়া গ্রামে তাফসীর মাহফিলে মহিলাদের অসম্মান করাকে কেন্দ্র সংঘর্ষে উভয়পক্ষের ১২জন আহত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে তাফসীর মাহফিলে নারীদের সাথে অসদাচরণ করাকে কেন্দ্র কনে সংঘর্ষে উভয়পক্ষের ১২ জন আহত হয়েছে। গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধওে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ১২ জন আহত হয়েছে। আহতরা হলেন, নওয়াপাড়া সবীনপুর গ্রামের আবু তালেবের ছেলে সুমন হোসেন(২৮), সোলাইমান হোসেনের ছেলে সাহরী হোসেন(১৬), একই গ্রামের ভিটাপাড়া মৃত ইদ্রিস আলীর ছেলে মহিবুল ইসলাম (৫০), নবীনপুর গ্রামের ছেলে মল্লিকের ছেলে খোকন মিয়া, (৫০),মোজাম্মেল হকের ছেলে বিশু(২২)। অন্যপক্ষের আহতরা হলেন, নওয়াপাড়া গ্রামের মৃত ছহিরউদ্দীনের ছেলে সুমন হোসেন (২৫), রাজিবুল ইসলাম (৪৫), শহিদুল হকের ছেলে সায়েম হোসেন (১৫), একরামুল হকের ছেলে সাঈদ হোসেন (১৮), আহম্মেদ আলীর ছেলে অমিত হাসান (১৬), আবুল কাশেমের ছেলে মহিবুল ইসলাম (৩৫) ।রবুধবার বিকেলের দিকে নওয়াপাড়া বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নবীনপুর গ্রামের আবু জেহেলের ছেলে সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুস্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকীদেও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্্েরক্ষে চিকিৎসা দেয়া হয়েছে।স্থানীয়রা জানান, গত ২০ ফেব্রুয়ারি রাতে নবীনপুর গ্রামবাসীর আয়োজনে তাফসীর মাহফিল চলছিল। এ সময় নওয়াপাড়া গ্রামের ছহিরউদ্দীনের ছেলে সুমনের লোকজন তাফসীর শুনতে আসা মহিলাদের সাথে খারাপ আচরণ করে। তাদের আচরণের বিষয়টি তাফসীর মাহফিলের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের উপর চড়াও হয় এবং মারধর করে। এনিয়ে ঐদিন উত্তেজিত উভয়পক্ষকে শান্ত করে। এনিয়ে আবারও বুধবার বিকেলে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।