গাংনীর নিরহঙ্কার সদালাপী সাবান চেয়ারম্যান আর নেই। হাজারো মানুষের ভালবাসায় দাফন সম্পন্ন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের ২ বারের সাবেক চেয়ারম্যান শানঘাট গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানা উন্নয়নের কারিগর , বিশিষ্ট সমাজ সেবক মশিউর রহমান সাবান (৬৬ ) ষ্ট্রোক জনিত কারনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার রতা ৮ টার সময় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি স্ত্রী ও ১ পুত্র ২ কন্যা সন্তানসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মশিউর রহমান সাবান ধানখোলা ইউনিয়নের শানঘাট গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে। তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশ গাংনী উপজেলার একজন অন্যতম নেতা ছিলেন। তিনি ১৪ বছর যাবত ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার রাত ৮ টার সময় স্ট্রোকজনিত কারনে ঢাকা শহরের সাভারের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সকলের প্রিয় মুখ মশিউর রহমান সাবানের মুত্যুতে ধানখোলা ইউনিয়ন সহ আশে পাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একজন কর্তব্যপরায়ন,সাহসী,নিরহঙ্কার, জন দরদী, সমাজ সেবক, সদালাপী, সদাহাস্য ,বিশিষ্ট ব্যবসায়ী, বিনয়ী,সাদা মনের মানুষ মশিউর রহমান সাবানের মুত্যুতে জামায়াতে ইসলামী বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার নায়েবে আমির, গ্াংনী উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা রবিউল ইসলাম,মাওলানা আব্দুল মজিদ, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,কাজীপুর ইউপি চেয়ারম্যান মু.আলম হুসাইন, ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান জানাযা অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন।জানাযায় অত্রাঞ্চলের গন্যমান্যব্যক্তিবর্গ শোক এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজ শুক্রবার সকাল ১১ টার সময় শানঘাট মাদ্রাসা ময়দানে জানাজা শেষে শানঘাট পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় হাজার হাজার শুভাকাঙ্খী অংশগ্রহন করেন।