ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীর বাঁশবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ। শিক্ষার্থী-অভিভাবকদের অভিযোগ আমলে নেয়নি শিক্ষা অফিস

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার পৌর এলাকার অন্তর্ভুক্ত বাঁশবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। নিয়মিত স্কুলে বেশীরভাগ সময়ে অনুপস্থিত থাকা, প্রায়শঃ দেরীতে স্কুলে হাজিরা দেয়া, নানা অযুহাতে ছুটি ভোগ করা, নিয়মিত ক্লাস না নেয়া,ক্লাস ফাঁকি দেয়া, প্রধান শিক্ষিকার সাথে অসদাচরণ,দুর্ব্যবহার, শিক্ষার্থীদের সাথে বিমাতা সুলভ আচরন, দুর্ব্যবহার,অকারনে মারপিট করা,বিনা অপরাধে গালিগালাজ করা,এমনকি শিক্ষার্থীদের ছড়ির বদলে পায়ের লাথি দিয়ে শাসন,অভিভাবকদের সাথে মারমুখী ব্যবহার, উচ্চ বাচ্য করা, স্বামী ও ভগ্নিপতির রাজনৈতিক পরিচয়ে আধিপত্য বিস্তার করা, সহকর্মী শিক্ষকদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকাসহ ক্লাসে ঠিকমত পাঠদান না করে বেতন ভাতা উত্তোলন করে শান সৌকতে চাকরী করছেন বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। একজন প্রকৃত শিক্ষক মানুষ গড়ার কারিগর। বিশেষ করে মহিলা শিক্ষকদের নিয়োগ দেয়া হয়েছি যে লক্ষ্যে সে লক্ষ্য আদৌ পুরণ হয়নি। মেয়েরা মায়ের জাতি হলেও বাঁশবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২জন সহকারী শিক্ষিকা রুহিনা খাতুন ও শাম্মীয়ারা খাতুন দীপ্তির মধ্যে আসলে কোন মায়ের চরিত্র রয়েছে কিনা খতিয়ে দেখার বিষয়। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সরেজমিনে বিদ্যালয়ে ঘটনার সত্যতা জানতে গেলে এসব অভিযোগের সত্যতা মিলেছে। এসবের মূলে জানা গেছে, অভিযুক্ত শিক্ষিকা রুহিনা খাতুনের স্বামী ঈশ্বরদী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, গাংনী শহরে ভাড়া বাড়ীতে থাকেন । এবং সহকারী শিক্ষিকা শাম্মীয়ারা দীপ্তির স্বামী একজন গ্রাম্য ডাক্তার। তিনি স্কুলের পাশেই বসবাস করেন। এছাড়াও জানা গেছে তিনি গাংনীর একজন ক্ষমতাসীন রাজনৈতিক দলের শীর্ষ নেতার শালিকা। যে কারনে তিনি ধরাকে শরা জ্ঞান করে থাকেন। সরেজমিনে স্কুলে খোঁখবর নিতে গেলে অভিযুক্ত রুহিনাকে পাওয়া যায়নি।অন্যদিকে শাম্মীয়ারা দীপ্তিকে পঞ্চম শ্রেণির ক্লাসে পাওয়া গেলেও তিনি প্রতিবেদকের কোন প্রশ্নের জবাব না দিয়ে নানা অযুহাতে ক্লাস থেকে চলে যান। এব্যাপারে বাঁশবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যলয়ের ৪র্থ ও ৫ম শ্রেনির বেশীরভাগ শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুহিনা খাতুন ও শাম্মীয়ারা খাতুন দীপ্তি ক্লুলে ঠিকমত আসে না। মাঝে মধ্যে আসলেও ঠিকমত ক্লাস নেন না। ভালভাবে বোঝান না। ক্লাসে আমাদের লিখতে বা পড়তে বলে তিনি টেবিলে পা তুলে তুলে বসে থাকে। অনেক সময়ে ক্লাস না নিয়ে ঘুমিয়ে পড়েন বা মোবাইল ফোন নিয়ে খেলা করেন। এব্যাপারে অভিযুক্ত রুহিনা খাতুনের কাছে জানতে চাইলে তিনি জানান, এসব সব মিথ্যা, ছাত্র ছাত্রীরা যা বলছে তা সত্য নয়।
এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুহন্নাহার খাতুন জানান, আমি এই বিদ্যালয়ে দীর্ঘদিন প্রদান শিক্ষকের দায়িত্ব পালন করছি। কিন্তু এরকম দায়িত্বহীন শিক্ষক আমি দেখিনি। তারা দুজন নিজেদেরকে অনেক বড় কিছু ভাবে। আমার সাথেও তারা অসদাচরণ করে থাকে। আমার বিদ্যালয়ে ৮ জন শিক্ষক , এরমধ্যে মাত্র ১ জন পুরুষ। বাদবাকী সবাই মহিলা শিক্ষক। এদের কারনে আমার স্কুলের সুনাম নষ্ট হচ্ছে।এসব কারনে ইতোমধ্যে অনেক ছাত্র অন্যত্র চলে গেছে। গত সোমবার অভিযোগের বিষয়ে জানতে উপজেলা শিক্ষা অফিসার স্কুলে এসেছিলেন।কিন্তু সরেজমিনে সব কিছু জেনেও কোন ব্যবস্থা নেন নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী জানান, অবিলম্বে তাদেও বদলী করতে হবে। শিক্ষা অফিস এদের বিরদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা আইনগত ব্যবস্থা না নিলে স্কুলে ছেলে মেয়ে পাঠানো বন্ধ করে দেব।
অভিযোগ সম্পর্কে ¯কুল কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম জানান, এর আগেও আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের কমপ্লেইন পেয়েছিলাম। বার বার সতর্ক করার পরও তারা সংশোধন হয়নি। এমনকি প্রধান শিক্ষককেও ব্যবস্থা নিতে বলেছি কিন্তুু তিনি মানসম্মানের ভয়ে কিছুই করেননি। এক্ষণে আমি শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষন করছি। যেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। অনেকেই বলেছেন, শিক্ষা কর্মকর্তার গড়িমসি ও গাফিলতির কারনে এরা এসব দুর্নীতি করতে সাহস পাচ্ছে।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |