গাংনীর বাদিয়াপাড়া শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নতুন মদনাডাঙ্গা সেমি ফাইনালে


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনীর বাদিয়াপাড়া শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নতুন মদনাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশ বিজয়ী হিসেবে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
রবিবার বিকেলে বাদিয়াপাড়া মহব্বতপুর মাধ্যমিক ফুটবল মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল খেলায় নতুন মদনাডাঙ্গাা একাদশের খেলোয়াড় পান্না বিশ্বাসের হ্যাট্টিকসহ ৬ গোলের সুবাদে ৬-০ গোলের বড় ব্যবধানে কুঞ্জনগর ফুটবল ক্লাবকে পরাজিত করে।
প্রমথার্ধের খেলায় নতুন মদনাডাঙ্গা দলের পান্না গোল করে ৪-০ গোলে বিজয় লাভ করে। দ্বিতীয়ার্ধে আরও ২ টি গোল করে। আব্দুর রহমান ম্যান অব দ্যা ম্যাচ ও পান্না সর্বোচ্চ গোলদাতা হিসাবে নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা গোলদাতার পুরস্কার টি শার্ট প্রদান করা হয়।
বাদিয়াপাড়া গ্রামের ফুটবল অনুরাগী ও টুর্নামেন্ট কমিটির (খেলার) আহবায়ক আব্দুল কুদ্দুস ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা গোলদাতাকে পুরস্কার তুলে দেন। এসময় অন্যদের মধ্যে শেখ রাসেল স্মৃতি ক্লাবের সদস্য ও বামন্দী ইউপি সদস্য আব্দুল হামিদ ভাসানীসহ অন্যান্য ব্যক্তিবর্গ ।
খেলা পরিচালনা করেন সজল , তাকে সহযোগিতা করেন রিপন ও সোহেল ।
হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।