ঢাকা, রবিবার, ৪ঠা জুন ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীর মেম্বর কামাল হত্যা মামলায় বাপ-বেটার যাবজ্জীবন জেল

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা ষোলটাকা গ্রামের মেম্বও কামাল হত্যা মামলায় আব্দুল মালেক ও আলমগীর হোসেন নামের বাপ বেটার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের অতিি রক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষনা করেন। সাজা প্রাপ্ত আলমগীর হোসেন তার পিতা আব্দুল মালেক ষোলটাকা গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ২০১৭ সালের ২৫ মে আলমগীর হোসেনের নেতৃত্বে তার লোকজন ষোলটাকা গ্রামের কফিলউদ্দীনের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে আব্দুল মালেকের নির্দেশে রাফাতুল ইসলাম কে রাম দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনার খবর পেয়ে তৎকালীন রাফাতুলের ভাতিজা ইউপি সদস্য কামাল হোসেন জোড়পুকুিরয়া থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। সকাল ১০ টাা দিকে কামাল হোসেন আব্দুল মালেকের বাড়ির সামনে এসে পৌছালে আব্দুর মালেকের নির্দেশে কামাল হোসেনকে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঐ ঘটনায় কামালের ভাতিজা ফারুক হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং ২৫৩/১৭। জিআর কেস নং-১৬৯/২০১৭।
পরে মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমাণে ২ জন দোষী প্রমাণিত হয়্। বাদবাকীদের বেকসুর খালাস দেয়া হয়েছে।

You must be Logged in to post comment.

পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভজনপুর ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ান     |     বুড়িমারীতে অজ্ঞাত কারণে শ্রমিকের মৃত্যু     |     মেহেরপুরে ছাদ চাপায় কলেজ ছাত্রের মৃত্যু     |     রুহিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত      |     চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী      |     মেহেরপুরে পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু     |     বেড়েই চলেছে পেঁয়াজের ঝাজ,দাম নাগালে রাখতে আমদানীর দাবী     |     সরকারি নীতিমালা উপেক্ষা করে ঝিকরগাছায় প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকার পরও ম্যানেজ প্রক্রিয়ায় চেয়ারে বসেছে আনারুল ইসলাম     |     ঝিকরগাছায় ৩৭প্রকার দেশীয় ফল দিয়ে কিন্ডারগার্টেন স্কুলের মধুমাসের ফল উৎসব     |     ফুলবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি মোহাম্মাদ আলী , সা:আব্দুল আলিম      |