ঢাকা, বুধবার, ৬ই ডিসেম্বর ২০২৩ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীর সাব রেজিষ্টার মাহফুজ রানার ব্যতিক্রমী উদ্যোগ মুজিব কুটিরে নিয়মিত গণশুনানী। নাগরিক সেবায় খুিশ ক্রেতা-বিক্রেতারা

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিষ্টার মাহফুজ রানার ব্যতিক্রমী উদ্যোগে গড়ে উঠেছে মুজিব কুটির। যেখানে নিয়মিত জমি সংক্রান্ত সমস্যা নিরসনে গণশুনানী চালানো হচ্ছে। নাগরিক সেবা পেয়ে বেজায় খুশি জমি ক্রেতা বিক্রেতারা। উপজেলা সাব রেজিষ্টার গাংনীতে যোগদানের পর থেকেই দলিল লেখক, নকল নবিস মহুরাদের সাথে সুসম্পর্ক গড়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।
মুজিব কুটির স্থাপন করার পর এখানে বয়োবৃদ্ধ লোকজন, শারীরিক ভাবে অসুস্থ এবং প্রতিবন্ধী লোকজন সময় কাটানোর জন্য মুজিব কুটিরে বসে বিশ্রাম নিতে পারে। মুজিব কুটিরে বসার জন্য চেয়ার বেঞ্চ ও টেবিলের ব্যবস্থা করা হয়েছে। এমনকি বসার জন্য সুন্দর পরিবেশ করে দেয়া হয়েছে। চারিপাশে লতা পাতা ঘেরা ফুল বাগান শোভা পাচ্ছে। এছাড়াও নিয়মিতভাবে সাব রেজিষ্টার জমি জমা সংক্রান্ত সমস্যা সমাধানে গণশুনানীর ব্যবস্থা করে থাকেন।
এব্যাপারে সাব রেজিষ্টার মাহফুজ রানা জানান, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং ক্ষুধা দারিদ্রমুক্ত আধুনিক বাংলাদেশ বিনির্মাণে, জনগণেরসেবক হিসেবে কাজ করতে চাই। জনগণের কষ্টের কথা ভেবে আমি ব্যক্তিগত উদ্যোগে মুজিব কুটির স্থাপন করেছি। বাংলাদেশে এমন সেবা কোথাও রয়েছে কিনা আমার জানা নেই। আমি বয়োবৃদ্ধ মানুষ, শারীরিক প্রতিবন্ধী,অসুস্থ মহিলা ও ছোট্ট শিশুদের নিয়ে আসা মায়েদের বসা ও বিশ্রামের জন্য আমি মুজিব কুটির স্থাপন করেছি। এছাড়াও আমি নিয়মিত গণশুনানী করে থাকি।

You must be Logged in to post comment.

ঘাটাইলে বন বিভাগের জায়গা নিয়ে ব্যক্তি স্কুল কতৃপক্ষের দ্বন্দ     |     শৈলকুপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস      |     মেহেরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     গাংনীতে ফুটবল খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |