গাংনীর সাহেবনগরের ছহিরউদ্দীন হত্যা মামলায় ২ আসামীর যাবজ্জীবন কারাদন্ড


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধিঃমেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের বৃদ্ধ ছহিরউদ্দীন হত্যা মামলায় ইমদাদুল হক ইন্দা ও খোকন আলি নামের ২ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ , ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলঅ ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহিদুলাøাহ এ রায় দেন। সাজাপ্রাপ্ত ইমদাদুল হক ইন্দা সাহেবনগর গ্রামের আলী হোসেনের ছেলে ও খোকন আলী একই গ্রামের শুকুর আলীর ছেলে।
নিহত ছহিরউদ্দীনের পুত্র আখের আলী বাদী হয়ে গাংনী থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। যার জিআর নং ২০৬/২০২০। সেশন কেস নং ৩২০/২০২১।