গাংনী উপজেলা চোরাচালান ও আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাদির হোসেন শামীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্ত্াজ আলী, জাতীয় পার্টি জেপির জেলা সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলার কাথুলী, কাজীপুর, ,মটমুড়া, বামন্দী, সাহারবাটি ইউপির চেয়ারম্যান যথাক্রমে মিজানুর রহমান রানা, মুহঃ আলম হুসাইন,সোহেল আহমেদ, ওবাইদুর রহমান কমল, মশিউর রহমান, কাজীপুর ও কাথুলী বিজিবির কোম্পানী কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন ।
উপজেলা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসিমা খাতুন,প্রাথমিক শিক্ষা অফিসার নাসিরউদ্দীন, আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উর্মিলা বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনশৃংখলা রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ সকল পর্যায়ের ব্যক্তিবর্গের সহযোগিতা ছাড়া আইন শৃয্খলা পরিস্থিতি ভাল রাখা কঠিন। সভায় বাজার মনিটরিং, হাসপাতালের অব্যবস্থাপনা , ইটভাটায় মাটি সরবরাহের কারনে রাস্তায় মাটি পড়ে জনদুর্ভোগ ,মাদক নিয়ন্ত্রন নিয়ে ব্যাপক আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, থানার অফিসার ইনচার্জ ওসি সহ উপস্থিত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।