গাংনী উপজেলা চোরাচালান ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইন শৃংখলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা চোরাচালান ও আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি ছিলেন,গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাদির হোসেন শামীম,গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী,গাংনী এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু, গাংনী থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি (ওসি তদন্ত) মনোজিত কুমার ,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্ত্াজ আলী , জেলা জেপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউপি নাজমুল হুদা বিশ্বাস,ইউপি চেয়ারম্যান মুহঃ আলম হুসাইন,সোহেল আহমেদ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসিমা খাতুন,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আলাউ্দ্দীন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম সহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।
কর্মকর্তারা জানান,আইন শৃংখলা রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ সকল পর্যায়ের ব্যক্তিবর্গের সহযোগিতা ছাড়া আইন শৃঙখলা পরিস্থিতি ভাল রাখা কঠিন। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আইন শৃ্খংলা পরিস্থিতি ভাল থাকায় সন্তোষ প্রকাশ করেন।সভায় ইউপি চেয়ারম্যানদের উপস্থিতি সন্তোষ জনক না থাকায় কমিটির লোকজন দুঃখ প্রকাশ করেন।।